স্মৃতিঘর বুকের ভিতর
আমীরুল আরহাম
(দেড় হাজার ভাস্কর্য ও ম্যুরাল ভাংচুর – সূত্র: প্রথম আলো/ ২০-০৮-২০২৪)
তোমরা ভাঙ্গছো মূর্তি, দলিল, ছবি
আমি গড়েছি স্মৃতিঘর বুকের ভিতর
পাঁজরার বেড়ায় রেখেছি ঘিরে ইতিহাস
রেখেছি লিখে ঐতিহ্য আমার, মুক্তিযুদ্ধ
মহাসিন্দুর কল্লোল, এঁকেছি আকাশে
নিরন্তর মিশে আছে উদয় অস্ত রবির।
তোমরা ছিঁড়েছ ইতিহাস, ভেঙ্গেছ দালান
মিথ্যা আর অপপ্রচারের সাজানো ইটে
গড়েছ প্রাসাদ গড়েছ সংসদ, সংবিধান
ভাঙ্গা ছেঁড়া গড়ার প্রতিযোগিতায় তোমরাই
কপট রাজনীতিক ব্যবসায়ী, আমলা
বাহিনী, ছাত্র আর চাটুকাদের বেড়াজালে
আইনের কাঁটা তারে ঘিরেছ দুঃশাসন
মানবতার মাথায় যখন তখন করেছো হামলা
সকল অধিকারে বঞ্চিত মানুষ পায়নি বিচার আইনে
ভালবাসনি দেশ, ভালবাসনি মানুষ, কিনেছ বিদেশ
বাবলা, শিরিশ, শিমুল কেটে ঘিরেছ প্রাসাদ
ফার্ন, ম্যাপেল, দারুচিনি ওক পাইনে।
আমার নেতাকে বারবার মেরেছ তোমরাই
মানুষ রাখনি তাঁরে মানুষের মতো করে
করেছো মহামানব অথবা দানব রেখেছো তোমাদের দলে
নেতার সাজে পোশাকে সেজেছ ক্লাউন
বাজারে বাজারে সস্তা দামে বিক্রি করেছো তাঁকে
পেশাদার স্বার্থলোভী বুদ্ধিজীবী শিল্পীর কলমে
নানান সৌখিনতায় এঁকেছ রঙিন নকশী ইতিহাস
এ-মাটির প্রতিটি কোণায় কতো মানুষের কতো আত্মদান
তাঁদেরকে তোমরা করেছো অবহেলা করেছো অপমান।
তোমাদের গড়া তাম্র মূর্তি ভেঙ্গে ধুলা মাটি ঝেড়ে
স্বর্ণ মূর্তি গড়বো হৃদয়ে জনতার মতো করে
সসম্মানে আনব স্মরণে যারা জীবন করে গেছে দান
মুক্তিযুদ্ধের মহান ইতিহাস সাজানো থাকবে যাদুঘরে
চোখের ভিতরে সাজিয়ে রাখবো স্মৃতির কারাগারে।