হাঁস

আমীরুল আরহাম

 

হেঁটে দৌড়ে সাঁতারে সংসারে সুখ না পেয়ে

রাজহাঁসটি একাই একদিন মারনে নেমে গেলো

গাছ ও মাছের সাথে সাঁতার কাটে রোজ আর

নৌকার গলুইতে ডানায় মুখ লুকিয়ে এক পায়ে রাত কাটায়

 

নিসঙ্গ একটি হাঁস জলরঙে ছবি আঁকতে আঁকতে দেখে

নীল একটা আকাশ ভাসছে নদীর জলে

হলুদ ঠোঁটে ঠোকরা দিতেই আকাশ রঙে-জলে গুলে একাকার

 

চোখে তার এক ফালি নদী রেখে হারিয়ে গেছে সাথী

খোঁজে তাকে রোজ চারিদিক পাতা ঝরা পথে

ক্রন্দন বৃক্ষের পাতায় আশ্রয় নেয় দিনের শেষে

 

লাল চাদরে সূর্য দেখে মারনও কুয়াশার চাদর দিলো গায়

আলিস্যি নিয়ে বৃক্ষসকল উঠবে কিনা ভাবছে যখন

সাদা পালক খুলে একই সময়ে মুখ তুললো দুটি হাঁস

সুন্দরকে ধরবো বলে পা টিপে কাছে যেতেই,ওরা ঝাঁপ দিলো জলে

 

আজো পথ কাটতে কাটতে হাঁসটি এগিয়ে যাচ্ছে

কিন্তু পিছনেই দুটি রঙিন মাছ খেলছে তার ছায়ায়

হাঁসটি যেই পেখম মেলে ছায়ার মঞ্চে দাঁড়িয়ে গেলো

মাছ দুটি দু-দিক দিয়ে গার্ড অফ অনার দিয়ে জলসমুদ্রে ভাসিয়ে দিলো দুর্গার হাঁস।